ফের আইনি জটিলতায় জড়ালেন প্রযোজক একতা কাপুর। ভারতীয় সেনাকে অবমাননার অভিযোগ উঠেছে একতার বিরুদ্ধে। জানা গিয়েছে, ‘হিন্দুস্থানি ভাউ’ নামে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রযোজকের বিরুদ্ধে সেনা অবমাননার অভিযোগ তুলেছেন। একতার ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়েছে, সেনাবাহিনীর উর্দি পরেই আপত্তিকর দৃশ্যে অভিনয় করছেন এক ব্যক্তি। এর মাধ্যমে সেনাবাহিনীর অবমাননা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে মুম্বইয়ের এক স্থানীয় আদালত পুলিসকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। আগামী ৯ মে-এর মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে পুলিসকে। একতার পাশাপাশি তাঁর মা-বাবা শোভা কাপুর ও জিতেন্দ্রর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করেননি একতা। উল্লেখ্য এর আগে একতার ওটিটি সংস্থার একটি সিরিজে শিশুদের দিয়ে আপত্তিকর দৃশ্য অভিনয় করানোর অভিযোগ উঠেছিল।
