অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর সিং? বলি পাড়ার জল্পনা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। রোহিত শেট্টি সদ্য একটি টিজার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা মিলেছে সারা ও রণবীরের। জানা গিয়েছে, রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই। রোহিত জানিয়েছেন, ড্রামা, অ্যাকশন ও রোমান্স— এই তিন ঘরানার মেলবন্ধন ঘটবে এই ছবিতে। শীঘ্রই ছবির বিষয়ে বিস্তারিত খবর প্রকাশ্যে আনা হবে। এর আগে ‘সিম্বা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রণবীর ও সারা। সেখানেও পরিচালক হিসেবে ছিলেন রোহিত শেট্টি। এবার তাঁদের জুটি কী উপহার দেয়, তার অপেক্ষায় দর্শক। বর্তমানে ‘ধুরন্দর’ ছবির কাজে ব্যস্ত রণবীর। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ইতিহাস উঠে আসবে। মুম্বইয়ে এই ছবির শেষ পর্বের শ্যুটিং শুরু হয়েছে।
