কলকাতা নিউজ ডেস্ক : গঙ্গানগর এলাকায় অপরাধ মূলক কার্যকলাপ করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল কুখ্যাত দুষ্কৃতি সুদীপ্ত দে ওরফে কানাই। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা কানাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে। এয়ারপোর্ট থানাতেও অভিযোগ রয়েছে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ গঙ্গানগর এলাকা থেকে কানাইকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অপরাধ মূলক কার্যকলাপ করার উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করছিল কানাই।
সূত্র মারফত সেই খবর পেয়েই তাকে গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র ও দুই রাউণ্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। ধৃতকে শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। ধৃতকে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চালানো হবে। ধৃত কানাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে।