কলকাতা নিউজ ডেস্ক: আগামী সোমবার দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের । প্রধানমন্ত্রীর সঙ্গে সাখ্যাৎকার হওয়ার কথাছিল। তবে আপাতত সেই দিল্লি-যাত্রা পেছানো হয়েছে ।সোমবার রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশে এই অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। ফলে সে দিন তিনি দিল্লি যাচ্ছেন না। বাংলার বকেয়া আদায় নিয়ে তিনি সরব হবেন, তাও জানিয়েছিলেন। নবান্ন সূত্রের খবর, মূলত সেই জন্যেই তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে ।
রাজ্যের দাবি, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে প্রাপ্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। সেই বকেয়া মেটানো নিয়ে বার বার সরব হয়েছে রাজ্য। তৃণমূলের তরফে দিল্লিতেও আন্দোলন হয়েছে। ১০০ দিনের বকেয়া মেটানোর দাবিতে উপভোক্তাদের নিয়ে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য বকেয়া রয়েছে। আগামী বছর বিধানসভা ভোট। তার আগে বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান মমতা। গত লোকসভা ভোটে কেন্দ্রের বঞ্চনাকে প্রচারে পুরোমাত্রায় ব্যবহার করেছিল রাজ্যের শাসকদল। বিধানসভা ভোটের আগে যদি রাজ্যের বকেয়া কেন্দ্র না মেটায়, তা হলে ফের তা ভোটের ইস্যু হতে পারে।