কলকাতা নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র ডঃ শান্তনু দাস আজ চিকিৎসা জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন । ক্যান্সারের মতো মারণ রোগ থেকে শুরু করে আরও বহু জটিল চিকিৎসার ক্ষেত্রে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা নিঃসন্দেহে জেলার গর্ব।
সম্প্রতি মাহিনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী নিলয় শীল জানান, “ডঃ শান্তনু দাস যে ধরনের কেস হ্যান্ডেল করছেন, সেগুলোর মধ্যে অনেকগুলোই এমন ছিল যেখানে রোগীর পরিবার সম্পূর্ণ আশাভঙ্গ অবস্থায় ছিলেন।
কিন্তু ডাক্তারবাবুর অভিজ্ঞতা, নিরন্তর পরিশ্রম আর রোগীর প্রতি অদম্য আন্তরিকতায় সেইসব রোগীরা আজ সুস্থ। ডঃ শান্তনু দাসের এই অবদানের ফলে শুধু দক্ষিণ দিনাজপুর নয়, গোটা উত্তরবঙ্গেই তাঁর প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বেড়ে চলেছে। তাঁর মতো চিকিৎসক সমাজে বিরল, যাঁর কাছে চিকিৎসা শুধুমাত্র পেশা নয় একটি দায়বদ্ধতা, যা প্রতিটি মানুষের কাছে আত্মবিশ্বাসের জায়গা গড়েতুলেছে ।