মুর্শিদাবাদে ৮০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

কলকাতা নিউজ ডেস্ক : পুলিশ অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করে পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় ।

পুলিশ সুত্রে জানাযায়, চালকের নাম অসিম তালুকদার (৫০)। বাবা মৃত প্রভাত তালুকদার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাধিহাট এলাকায় । পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফরাক্কার চন্ডিপুরের কাছে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। প্রতিটি বোতল ১০০ মিলি। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের অবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠায় পুলিশ। ধৃত এই ফেনসিডিল নিষিদ্ধ কফ সিরাপ কোথায় থেকে নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top