আন্দোলনের মাঝেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা

কলকাতা নিউজ ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসলেন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’র প্রতিনিধিরা। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে তাঁরা ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির তুলনায় এ বারের বিজ্ঞপ্তিতে কিছু ব্যাপারে অসঙ্গতির কথাও তুলে ধরেছেন। তাঁদের যুক্তি, স্নাতক ও স্নাতকোত্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলেই সাধারণ ক্যাটিগরির প্রার্থীরা ২০১৬–এর নিয়োগ পরীক্ষায় বসতে পেরেছিলেন। এ বছর কমিশন তা বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। ফলে বহু চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা পরীক্ষায় বসতে পারবেন না। একই ভাবে ক্ষতিগ্রস্ত হবেন তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা। এমনকী ১৫ হাজার ৪০৩ জন যোগ্য শিক্ষক–শিক্ষিকার তালিকা প্রকাশেরও দাবি জানানো হয়েছে এসএসসি-র কাছে।

‘যোগ্য’দের তরফে কমিশনের চেয়ারম্যানের কাছে ২০১৬ সালের প্যানেল পুর্নগঠনেরও দাবি জানানো হয়েছিল। অর্থাৎ, ‘অযোগ্য’দের বাদ দিয়ে ‘যোগ্য’দের পৃথক তালিকা প্রকাশ, সেই সঙ্গে ওয়েটিং লিস্টের সফল প্রার্থীদের সেই প্যানেলে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন তাঁরা।
কিন্তু কমিশনের চেয়ারম্যান তাঁদের জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তাঁরা বাধ্য। তাই নতুন গেজেট বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বৈঠকে ২০১৬–এর সমস্ত প্রার্থীর ওএমআর প্রকাশের দাবিতেও সরব হয়েছিলেন ‘যোগ্য’রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top