সুজাপুরে নামাজে লক্ষাধিক মানুষের জমায়েত

কলকাতা নিউজ ডেস্ক : গৌড়বঙ্গের তিন জেলায় নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পালন হল ঈদ। খুশির পরিবেশ সব মহলে। সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে শামিল হয়েছিলেন বিশিষ্টজনেরাও। একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। গৌড়বঙ্গে অক্ষুণ্ণ থেকেছে সম্প্রীতির ঐতিহ্য। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মালদহের সুজাপুর নয়মৌজা ঈদগাহ মাঠে ঈদুল আযহার অর্থাৎ কুরবানী ঈদের নামাজ পাঠে সামিল হল লক্ষাদিক মানুষ। ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই ময়দানে ঈদের নামাজ পাঠে সামিল হতে দেখা যায় ৮ থেকে ৮০ সকলেই। এদিন এই নামাজ পাঠের মধ্য দিয়ে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

পাশাপাশি মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পাঠ। কুরবানীর ঈদ উপলক্ষে মালদা শহরের ৩১ টি মুসলিম সমাজের প্রায় হাজার দশেক মানুষ নামাজ পাঠ ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন সুভাষপল্লীর এই ঈদগাহ ময়দানে। সেই সঙ্গে ঈদগাহের ইমামকে ঈদের শুভেচ্ছা জানানো হয় ইংলিশ বাজার থানার পুলিশের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top