কলকাতা নিউজ ডেস্ক : শনিবার আনন্দে মেতে ওঠেন কলকাতার বিভিন্ন জায়গার ইসলাম ধর্মাবলম্বীরাও। শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গার সর্বত্র মসজিদ, ইদগাহগুলিতে নামাজ পড়তে ভিড় করেন । শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ।সেরকমই দেখা গেলো চেতলায় নামাজ পড়েন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে সকালে নামাজিদের শুভেচ্ছা জানাতে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন তিনি। অল্প বয়সীরা অনেকেই নিজেদের আত্মীয় পরিজনদের বাড়ি, পার্কে ভিড় জমান।
সারা দেশবাসীকে ঈদের দিনে তিনি বার্তা প্রেরণ করেন। এবং সারা পৃথিবীর শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন । যাতে প্যালেস্টাইনের শান্তি হয়। শিশুদের যেভাবে হত্যা হচ্ছে সেগুলো বন্ধ হয়, সেই জন্য দোয়া চাইলাম। পৃথিবীতে যেখানে যত অশান্তি হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয়। মানুষ যাতে একসাথে আনন্দের সাথে থাকতে পারে তার জন্য দোয়া চাইলেন । এর পাশাপাশি তিনি জানান আমাদের দেশ ভারত বর্ষ যাতে শান্তিতে থাকতে পারে। আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু নিয়ে না তাকায়তে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেন ।