পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন পুণ্যার্থীরা

কলকাতা নিউজ ডেস্ক : বড় বিপদ থেকে রক্ষা পেলেন পাইলট-সহ যাত্রীরা। বরাসু হেলিপ্যাড থেকে কেদারনাথের পথে রওনা দিয়েছিল একটি প্রাইভেট হেলিকপ্টার। কপ্টারে পাইলট-সহ ৬ জন যাত্রী ছিলেন। জরুরি ল্যান্ডিংয়ে পাইলটের সামান্য আঘাত লেগেছে। বাকিরা সুরক্ষিত রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। সকলকেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুণ্যার্থীদের নিয়ে ওই হেলিকপ্টার কেদারনাথ ধাম রওনা দিয়েছিল। রুদ্রপ্রয়াগ জেলার গুপ্তকাশীর কাছে যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট হেলিকপ্টারকে এমার্জেন্সি ল্যান্ডিং করান। একেবারে মাঝ রাস্তায় হুড়মুড়িয়ে নামিয়ে আনা হয় বিশাল সেই উড়োজাহাজ। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি বা UCADA-র তরফে জানানো হয়েছে, ক্রু এবং যাত্রীদের সকলেই নিরাপদ রয়েছেন। কোনও হতাহতের খবর নেই। তবে যে ভিডিয়োটি সামনে এসে, তা আঁতকে ওঠার মতো।

যেখানে হেলিকপ্টারটির এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়, সেখানে একটি চার চাকার গাড়ি পার্কিং করা ছিল। কপ্টারের পিছনের অংশের ধাক্কায় গাড়িটি দুমড়ে গিয়েছে। তবে সব থেকে উদ্বেগের, হাইওয়ের যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং হয়, পাশেই খাদ। জরুরি অবতরণের সময় সামান্য ভুলচুক হলে যাত্রীদের নিয়ে তা খাদে পড়ে যেতে পারত। আর হাইওয়েও এতটা চওড়া নয়, যেখানে হেলিকপ্টার অবতরণ করানো যায়। তবে পাইলটের তৎপরতায় বড় বিপদ টলানো গিয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা DGCA তদন্ত করে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top