কলকাতা নিউজ ডেস্ক : নৈহাটির বড়মার পুজোর কথা সর্বজনবিদিত। গত বছর অর্থাৎ ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে বড়মার মন্দির। সেখানে বসেছে মায়ের কষ্টি পাথরের প্রতিষ্ঠিত মূর্তি। নৈহাটি বড়মার পুজো নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপণার অন্ত নেই। আর এদিন নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে আসেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় । পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানে অনুব্রত মন্ডলকে নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, অনুব্রত মন্ডলের বিষয়টি দল দেখছে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এসে এমনই প্রতিক্রিয়া শতাব্দী রায়ের ।
বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমন করেছেন একদা বীরভূমের বেতাজ বাদশা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট। এখনও তিনি গ্রেপ্তার হননি। শনিবার নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে এসে অনুব্রত ইস্যুতে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, বিষয়টি দল দেখছে। দল যা সিদ্ধান্ত নেবার নেবে। এর বেশি কিছু বলতে চাননি তৃণমূলের তারকা সাংসদ।