অনলাইনে আর্থিক প্রতারণা চক্রে গ্রেফতার ৩

কলকাতা নিউজ ডেক্স : দেশ জুড়ে অনলাইনে আর্থিক প্রতারণা চক্রের তিনজনকে গ্রেফতার করল পুলিশ। বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গতকাল রাতভর তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ‌ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল প্রতারণা চক্রের পন্ডাদের ধরা হয়। উদ্ধার প্রচুর এটিএম কার্ড, ভুয়ো সিমকার্ড, মোবাইল ফোন।

দেশ জুড়ে অনলাইনে আর্থিক প্রতারণা চক্রের তিনজনকে গ্রেফতার করল পুলিশ। বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গতকাল রাতভর তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ‌ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল প্রতারণা চক্রের পন্ডাদের ধরা হয়। উদ্ধার প্রচুর এটিএম কার্ড, ভুয়ো সিমকার্ড, মোবাইল ফোন। এদিন বালুরঘাটের ডিএসপি হেডকোয়াটার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। আজ ধৃতদের বালুরঘাট আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল রাতে অভিযানে নেমে পুলিশ কুমারগঞ্জ থানার দত্তমাটি, বিশ্বনাথপুর, কালনা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম বুলবুল হোসেন মন্ডল, জুয়েল সরকার এবং মমিনুর মন্ডল।
ধৃতদের কাছ থেকে ৮ টি সিমকার্ড, ৬ টি অ্যান্ড্রয়েড ফোন, ৩৩ এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা সাধারণ মানুষদের লোন করে দেওয়ার প্রলোভন অথবা টাকার প্রলোভন দিয়ে ব্যাংক একাউন্ট তৈরি করে, সেই একাউন্ট ও সিমকার্ডের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে অনলাইন আর্থিক জালিয়াতি করতো। এদিকে সামান্য টাকার প্রলোভনে ফেঁসে যেতো সেই ব্যাংক একাউন্টধারীরা। পুলিশের অনুমান দেশ জুড়েই এই চক্র ছড়িয়ে রয়েছে। বিভিন্ন সাইবার ক্রাইম মামলার তদন্তে নেমে পুলিশ এই চক্রের হদিস পায়। দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে গত রাতের অভিযানে বড়সড় সাফল্য মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top