কলকাতা নিউজ ডেক্স : অপারেশন সিন্দুরের পর গোটা দেশ ও রাজ্যে জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। নদীয়ার নবদ্বীপে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবদ্বীপের বড়াল ঘাট এর মোড় থেকে বিষ্ণুপ্রিয়া হল পর্যন্ত প্রায় ১০০ মিটার অতিক্রম করে এই তিরঙ্গা যাত্রা মিছিল।
এই কর্মসূচির শেষে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবারো রাজ্যের শাসকদলকে নিশানা করলেন। চাকরি বাতিল নিয়ে তুলে ধরলেন একাধিক প্রসঙ্গ। আগামী দিনে আরো কিছু রদবদল হতে চলেছে বলে দাবি করছেন আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতায় দফায় দফায় প্রতিবাদ করছে চাকরি হারারা, তাদের ভবিষ্যৎ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে প্রশ্ন করলে তিনি বলেন, এর দায় রাজ্য সরকারের। সঠিক প্রক্রিয়ায় যদি সবকিছু হত তাহলে এই ভোগান্তির শিকার হতে হতো না শিক্ষক শিক্ষিকাদের। যারা চাকরি হারিয়েছে তাদের দায় এই রাজ্য সরকারকেই নিতে হবে।
নরেন্দ্র মোদি তিরঙ্গা যাত্রার আহবানে ডাক দেন । ঠিক একইভাবে নদীয়ার নবদ্বীপে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবদ্বীপের বড়াল ঘাট এর মোড় থেকে বিষ্ণুপ্রিয়া হল পর্যন্ত প্রায় ১০০ মিটার অতিক্রম করে এই তিরঙ্গা যাত্রা মিছিল।