হলদিয়া বন্দর পরিদর্শনে ভারতের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর! 

কলকাতা নিউজ ডেক্স : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট. হলদিয়া বন্দর অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করেন । বন্দরের ভিতরে ঘুরে দেখলেন বন্দরের গেস্ট হাউসের পাশেই ভেষজ বাগানে বৃক্ষরোপণ করলেন তিনি । বন্দরের ভিতরে স্টেট হোল্ডারদের নিয়ে সভা করলেন তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন ।

এদিন সাংবাদিক বৈঠকে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বিস্তারিত বলেন। হলদিয়া রানিচক – টাউনসিপে যাওয়ার মুখেই ডানদিকে সোলার প্যান্টের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন এর আগেই বন্দরে প্রশাসনিক ভবনে সোলার প্ল্যেন্টের উদ্বোধন করেছিলেন। বন্দরের গেস্ট হাউসের পাশেই ভেষজ উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করলেন। ভারতীয় মজদুর সংঘ কলকাতা হলদিয়া ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। বন্দরের ভিতরে স্টেট হোল্ডারদের নিয়ে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করলেন।

হলদিয়া বন্দরের সবচেয়ে জ্বলন্ত সমস্যা ড্রেজিং সেই ড্রেজিং বন্ধ রয়েছে কিন্তু তিনি জানালেন যে কন্ট্রাক্টর কাজ করতেন তিনি সঠিক সময় সে কাজগুলো করে উঠতে পারেননি, সেই জন্য সেই টেন্ডার ক্যানসেল হয়েছে। অবিলম্বে  পুনরায় টেন্ডার দিয়ে ডেইজিংয়ের কাজ শুরু হবে তারই সাথে হলদিয়া বন্দরের ডক্ ২ শালুকখালিতে বন্দরের কাজ অনেকটাই এগিয়েছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট কলকাতা হলদিয়া চেয়ারম্যান  রথেন্দ্র রহমান এবং ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top