
দীঘায় প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা
কলকাতা নিউজ ডেস্ক : দিঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা, ইতিমধ্যে জগন্নাথ দেব, বলভদ্রদের ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে।আর তাতে উন্মাদনা এখন তুঙ্গে। একমাস আগেই উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধাম, আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি। রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছেন বহু পর্যটক…